আবার ও বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে  শিক্ষামন্ত্রী দীপু মনি জানান যে,আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।তিনি আরও বলেন,করোনার পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা চলছে।

শিক্ষামন্ত্রী দীপু মনিকে অনলাইন সংবাদ সম্মেলনে অনার্স ৪র্থ বর্ষ শিক্ষার্থীদের স্থগিত পরীক্ষা সম্পর্কে জানতে  চাওয়া হলে তিনি বলেন,করোনার পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে তাদের বাকি পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হবে।

কোভিড-১৯ কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।বার বার ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। আজ আবারও ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। 

প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে  দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায়।পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থী ওপরের ক্লাসে উঠবে। মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও না নেওয়ার ঘোষণা আসে।

করোনাভাইরাসের কারণে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা।তারপর  এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও হচ্ছে না যা,৭ অক্টোবর ঘোষণা দেওয়া হয়। 

বেসরকারি স্কুল-কলেজগুলো পড়ছে আর্থিক সংকটে।অভিভাবকেরা ও পরেছে বিপদে তাদের ছেলেমেয়েরা স্কুল যাওয়ার অভ্যাস ভুলেই যাচ্ছে বলছেন তারা।


No comments

Powered by Blogger.