ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিভার’
ঘূর্ণিঝড় নিভার কারণে অনেকবৃষ্টি্ হতে পারে যা ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সাথে ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে এনডিটিভি জানায়।
আবহাওয়া চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড় নিভার প্রভাব পড়তে শুরু করছে তামিলনাড়ু উপকূলে ও সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ বাড়তেছে ও সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।
আবহাওয়া অফিস জানায়, শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়ে বুধবার মধ্যরাতে ভারতে তামিলনাড়ুর মামাল্লপুরম এবং পুদুচেরির কারাইকলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ‘নিভার’।
যার কারণে পুদুচেরিতে আগামী তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।তামিলনাড়ুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুতে ।
পরিস্থিতির মোকাবিলা করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩০টি দলে ১ হাজার ২০০ উদ্ধার কর্মী প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ‘নিভার কারণে বেশ কিছু ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের নিভার প্রভাবে তামিলনাডু উপকূলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া সকল জনসাধারণকে ঘরের বাহিরে যেতে নিষেধ করা হয়েছে।
ছবিঃনিডপিক্স ডট কম
No comments