বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় বিক্ষোভ
প্রতীকী ছবি |
মোগলটুলীর স্কুলের পরিবর্তিত নাম মুছে দিল বিএনপির নেতাকর্মীরা।পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় বিএনপির নেতাকর্মীরা স্কুলটির নতুন নামের ওপর কালি দিয়ে লেপে দেন।
আজ রোববার বংশাল মোড় থেকে মিছিল শুরু করেন।বিএনপির মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে সেখান থেকে মোগলটুলী বিদ্যালয়টির সামনের দিকে এগিয়ে যায়।
এ সময় কিছু নেতাকর্মী বিদ্যালয়ের বর্তমান নাম কালি দিয়ে মুছে দেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল নেতাকর্মীদের বাধা দিয়ে সেখান থেকে নিয়ে যান। পরে নেতাকর্মীরা নবাবপুর সড়কে পথসভা করেন।
সভায় বলা হয় ২০০৬ সালে জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি উদ্ভবন করেছিলেন।কিন্তু রাজনৈতিক কারণে বর্তমানে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চবিদ্যালয়’রাখা হয়েছে।
বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করা হয় আরো বলা বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না দেশের সাধারণ মানুষ মেনে নেবে না প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে থাকবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব।
No comments