খাদ্য অধিদপ্তরের স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

৩১ অক্টোবর ১৪ ক্যাটাগরির ১৩১ শূন্য পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা।রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজে ও ইডেন মহিলা কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অপারেটর, ইলেকট্রিশিয়ান, ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান, ফোরম্যান, মেকানিক্যাল ফোরম্যান, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, সহকারী ফোরম্যান, মিলরাইট,ল্যাবরেটরি টেকনিশিয়ান, এবং সাইলো অপারেটিভ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।পরীক্ষাটি মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি।

১৩১ পদের আবেদনকারী প্রার্থী ১৯ অক্টোবর থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।রঙিন প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। টেলিটকের হটলাইন ১২১–এ ফোন করতে হবে যদি প্রবেশপত্র ডাউনলোডে কোনো সমস্যা হয়। জটিলতা যেনও না হয় তার জন্য শেষ তারিখের আগেই প্রবেশপত্রের রঙিন কপি ডাউনলোড করার আহ্বান জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

No comments

Powered by Blogger.