দেশে করোনায় আরও ১৩৩৫ জন শনাক্ত, ২০ জনের মৃত্যু
প্রতীকী ছবি |
দেশে এখন পর্যন্ত সর্বমোট ৪ লাখ ১ হাজার ৫৮৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার আটশ আটত্রিশ জনের মৃত্যু হয়েছে। ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন সুস্থ হয়েছেন।
মারা যাওয়া ২০ জন ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী,১৪ জন পুরুষ।আজ নতুন রোগীর সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমলেও মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৬১৭ জনের গত ২৪ ঘণ্টায়।
দীর্ঘ ৭ মাস পার হয়ে গেছে এই করোনা ভাইরাস দেখা দিয়ে আজ ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোন কার্যকর প্রতিষেধক পাওয়া যায়নি।যার কারণে দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে বলে সরকার আশঙ্কা করছে।
জনস্বাস্থ্যকর্মীরা বলছেন, টিকা আসার আগ পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাই মূল। মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা,সামাজিক দূরত্ব মেনে চলা এবং কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া।
No comments