দেশে করোনাভাইরাস এ আরও ১৪৯৩ জন শনাক্ত ও ২৩ জনের মৃত্য
আজ বুধবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১৪৯৩জন ও এ সময় নতুন মৃত্যুর সংখ্যা ২৩ জন।গত ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন মহিলা।
এখন পর্যন্ত বাংলাদেশে করনাভাইরাস এ সর্বমোট মৃত্যু ৫৮৬১ জন ও করনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৯ জন
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১০ জন ও সর্বমোট ৩ লক্ষ ১৯ হাজার ৭৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত দেশে সর্ব্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৩২১ জনের।
No comments