শেষ পর্যন্ত আজ নেহা কক্করের বিয়ে


নেহা কক্কর ও রোহানপ্রীত সিং

বেশ কিছু ভারতীয় গণমাধ্যম নেহার বিয়ের প্রতিমুহূর্তের খবর প্রকাশ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল নেহা কক্করের মেহেদি, গায়েহলুদ আর বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও।

২৫ বছর বয়সী রোহানের সঙ্গে ৩২ বছর বয়সী নেহার প্রেমের খবর খুব বেশি দিনের পুরোনো নয়।নেহা আর রোহান দুজনেই নিজেদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।গুগল বিয়ের আগে থেকেই ‘হু ইজ নেহা কক্করস হাজবেন্ড’-এর উত্তরে দেখাচ্ছে রোহানপ্রীত সিংয়ের নাম।

নেহা কক্করের বিয়ে নিয়ে আগেই কম হইচই হয়নি। নেহার প্রেম ছিল হিমাংশু কোহলির সাথে। কিছুদিন আগে তাদের বিয়ের খবর ছড়িয়েছিল। এরপরই হঠাৎ শোনা গেল সম্পর্ক ভেঙ্গে গেছে। তবে বিয়ে উপলক্ষে নেহাকে শুভকামনা জানিয়েছেন হিমাংশু কোহলি।কিছুদিন আগে শোনা গেল নেহা কক্কর আর খ্যাতিমান শিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ বিয়ে করছেন। এ নিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে অনেক হইচই হলো।মাস খানেক ধরে নিয়মিত প্রকাশিত এই খবর।শেষমেশ জানা যায়, আদিত্য আর নেহা মিলে একটা সংগীতচিত্র করছেন। তারই প্রচারণার জন্য এই খবর ছড়িয়েছেন নেহা নিজেই।


অক্টোবরের ৯ তারিখে রোহানপ্রীত সিংকে ট্যাগ করে ইনস্টাগ্রামে নেহা লিখেছেন, ‘তুমি আমার’। অন্যদিকে রোহানও একটি প্রেমপূর্ণ ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার হৃদয়ের টুকরোকে চিনে নিন।’ এভাবেই তাদের প্রেমের সম্পর্ক সামনে আসে।


নেহা কক্কর ও রোহানপ্রীত সিং


No comments

Powered by Blogger.