কোভিড রোগীর প্রতি ৫জনের মধ্যে ১জন ডায়েবেটিসে আক্রান্ত
করোনা ভাইরাস |
চট্টগ্রামে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর প্রতি ১০০ জনে ১জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন। আবার করোনায় আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে ১ জন আগেই ডায়াবেটিস রোগআবার কোভিড-১৯ সবচেয়ে বেশি দেখা গেছে ডায়াবেটিস রোগীদের মধ্যে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ চারটি প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় এসব তথ্য জানা যায়।
এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চট্টগ্রামের চারটি কোভিড হাসপাতালের ৭৩৫ জন করোনা রোগীর ওপর এই গবেষণা করা হয়। এই রোগীদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ।গবেষণায় দেখা যায়, আগে যাদের অতিরিক্ত ওজন,হদ্রোগসহ বিভিন্ন জটিলতা ছিল, তারা করোনা জয় করার পর ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। তাদের বেশির ভাগেরই বয়স ৩০ থেকে ৪০–এর মধ্যে। এ ছাড়া চট্টগ্রামে প্রতি ৫জন করোনা রোগীর মধ্যে একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত।এ গবেষণায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা আক্তার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক আদনান মান্নান।
গবেষণায় বলা হয়, রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কোভিডে আক্রান্ত চল্লিশ শতাংশ ডায়াবেটিস রোগীকেই ইনসুলিনের মাত্রা ৩গুণ বাড়িয়ে দিতে হবে।
কোভিডে-১৯ আক্রান্ত ৯০ শতাংশ ডায়াবেটিস রোগীদের উপসর্গ হিসেবে জ্বর, ৬০ শতাংশের কফ ও কাশি এবং ৪৫ শতাংশের শারীরিক ব্যথা অনুভূত হয়েছে।অবশ্য তাদের অর্ধেকেরও বেশি রোগীর একাধিক উপসর্গ দেখা দিয়েছিল। মূলত, কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার ৪ সপ্তাহ পর চট্টগ্রামের রোগীদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
দেশে ডায়াবেটিস রোগী ৯০ লাখ,চট্টগ্রামে প্রায় ১০ লাখ,চট্টগ্রামে কোভিড রোগী ২০,২৭৭,মারা গেছেন ৩০১ ,সুস্থ হয়েছেন ১৫,৮৩৬ জন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আর চট্টগ্রামে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ১০ লাখের মতো।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৮ম।সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে ২০ অক্টোবর পর্যন্ত কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ২৭৭।সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৩৬ জন। মারা গেছেন ৩০১ জন।
No comments