করোনাভাইরাস এ আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি


শিক্ষামন্ত্রী দীপু মনি কোভিদ-১৯ পরীক্ষা করেছেন।যার ফলাফল গতকাল রোববার রাতে পজিটিভ জানা যায়।

শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ ব্যাপার নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি আরোও জানান যে,শিক্ষামন্ত্রী বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা করাচ্ছেন।শিক্ষামন্ত্রীর শারীরিক কোনো সমস্যা এখনোও নেই।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কোভিদ-১৯ এ আক্রান্ত হন ও তিনিও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন ও একই সাথে মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান,পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত দশম সংসদে।

দীপু মনি আবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে ও একাদশ সংসদ নির্বাচনে দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।





No comments

Powered by Blogger.