করনাভাইরাস এ আরও ১ হাজার ৫৬৮ জন নতুন রোগী শনাক্ত ও ১৮ জনের মৃত্যু

 

স্বাস্থ্য অধিদফতরের জেনারেল (ডিজিএইচএস) আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,দেশে গত ২৪ ঘণ্টায়  সংক্রমিত আরও ১ হাজার ৫৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায়  নিহতদের মধ্যে১৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা ছিলেন

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯ হাজার ২৫২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিকে,গত ২৪ঘন্টার মধ্যে ১,৭৯৫ জন কোভিড -১৯ রোগী সুস্থ হয়েছেন।মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন এবং সুস্থর হার এখন পর্যন্ত ৬৯ দশমিক ৬৮  শতাংশ।

মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪১ জন এবং মৃত্যুর হার এখন পর্যন্ত ১ দশমিক ৪৫ শতাংশ।

নুমনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ। গতদিনের তুলনায় আজ নতুন রোগী ও রোগী শনাক্তের হার বেশি।



No comments

Powered by Blogger.