টানা ২২দিন বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা

মা ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে ১৪অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত 
                                                                                                                                                                               দীর্ঘ দিন ধরেই মাছ ধরা কিছু দিন করে বন্ধ রাখে সরকার ।এর ফল বাজারে আমরা বড় ইলিশ পাই।টানা ২২ দিন মাছ ধরা বন্ধ থাকাই জেলেদের সংসার চলা অনেক কষ্টকর।প্রায় লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে কক্সবাজারের বিভিন্ন ঘাতে।কক্সবাজারে নিবন্ধিত ট্রলারের সংখ্যা ৪৫০০ কিন্তু ঘাটে ওঠেছে প্রায় ৬০০০ এর বেশি ট্রলার।

 ট্রলার মালিকদের দাবি সাগরে নৌ-বাহিনী ও কোস্টগাডর টহল জোরদার করতে হবে।মৎস্যমন্ত্রী  বলেন মাছ ধরা বন্ধ থাকা পর্যন্ত জেলেদের চাল সহায়তা করবে বলে নিশ্চিত করে।    

No comments

Powered by Blogger.