আবার ও ইতালিতে যেতে পারবেন বাংলাদেশি শ্রমিকেরা
সিজনাল ভিসার অনুমোদন
ইতালির এক গেজেট এ প্রকাশ পায় যে ২০১২ সাল থেকে বালাদেশ যে কালো তালিকা ভুক্ত ছিল তা থেকে বাংলাদেশ মুক্ত হলো।সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে ২টি ক্যাটাগরিতে ২২ও ২৭শে অক্টোবর থেকে আবেদনটি শুরু হবে যা ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে।১ম ক্যাটাগরি অর্থাৎ শ্রমিক খ্যাত এ ১২৮৫০জন ও২য় ক্যাটাগরি অর্থাৎ কৃষি,পর্যটন,হোটেল খ্যাতে ১৮০০০ জন যথাক্রমে ২২ও২৭ এ অক্টোবর আবেদনের তারিখ।
No comments