আবারও কোভিড-১৯ এ ১৭ জনের মৃত্যু

আজ  বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানা যায়,দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭জনের মৃত্যু।করোনা ভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪২ জন।

দেশে এখন পর্যন্ত মোট৪ লাখ ১৬ হাজার ৬৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।করোনাভাইরাস এ দেশে ২৪ ঘণ্টায় ১৫,২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে,গত ২৪ঘন্টার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ১ হাজার ৯৬১ জন কোভিড -১৯ রোগী সুস্থ হয়েছেন।মোট সুস্থ হয়েছেন ৩,৩৩,৫৮৮ জন।মোট  করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ হাজার ২১ জন।দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মৃত বাক্তিদের মধ্যে ১৭জন এ পুরুষ।

করোনাভাইরাসে নুমনা পরীক্ষা করে রোগী শনাক্তের হার ১২ দশমিক ১০ শতাংশ।দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায়  করোনাভাইরাসে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গতদিনের তুলনায় আজ মৃত্যু কম কিন্তু নতুন রোগীও রোগী শনাক্তের হার বেশি।

দেশে এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।তাই আমাদের সকলের উচিৎ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা।


No comments

Powered by Blogger.