নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে যোগদান করলেন ফরিদুল হক খান
বঙ্গভবন |
নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে বঙ্গভবনে সন্ধ্যা ৭ টায় শপথ পাঠ করালেন রাস্ট্রপ্রতি মোঃ হামিদ।গেল বছরের ফেব্রুয়ারি মাসের পর বঙ্গভবনে আর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান হয় নি।
বঙ্গভবনে ছিলেন তিন মন্ত্রী।মন্ত্রীপরিষদ সচীব সহ আরও বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা সহ মোট ১০ থেকে ১২ জন চিলেন।
সীমিত আয়োজনের মধ্যে দিয়ে শপথ গ্রহন অনুষ্ঠানটি বঙ্গভবনে পালন করা হয়।সর্বশেষ বঙ্গভবনে প্রবেশ করেছিলেন স্বরাস্ট্রমন্ত্রী ।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ গত ১৪ জুন মারা যাওয়ার পর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর আসন খালি ছিল।দীর্ঘ ৫ মাস পর নতুন মুখ হিসাবে যোগদান করলেন ফরিদুল হক খান।তিনি জামালপুর-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ।
ছবিঃওয়িকিমেডিয়া
No comments