করোনা তহবিলে আবারও ১ কোটি ৭২ লাখ টাকা দিলেন প্রভাস

 ইতিমধ্যে করোনা মোকাবিলায় পাঁচ কোটি টাকা দেন প্রভাস।প্রধানমন্ত্রীর করোনা তহবিলে এর মধ্যে সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন। ৭৫ লাখ করে টাকা অনুদান দেন অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর করোনা ফান্ডে।আবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর তহবিলে আরও ১ কোটি ৭২ লাখ টাকা দিলেন নায়ক প্রভাস। সব মিলিয়ে শুধু সরকারি ফান্ডেই প্রভাস প্রায় ৭ কোটি টাকা দিয়েছেন।

করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকার দেশের সামর্থ্যবান লোকজনকে সাহায্য করতে বলেন। তারই অংশ হিসেবে ২য় বার সরকারি তহবিলে অর্থ দিলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস।

 লকডাউনের পর সবচেয়ে বড় বাজেটের ভারতীয় ছবি আদিপুরুষ যা প্রভাস অভিনীত।জানা গেছে যে,এই ছবির বাজেট এখন পর্যন্ত ৪০০ কোটি রুপি রাখা হয়েছে। শোনা যাচ্ছে, এই বাজেটের ১০০ কোটি রুপি পারিশ্রমিক!যার এক সিনেমার পারিশ্রমিক ১০০কোটি টাকা, তার জন্য ১ কোটি ৭২ লাখ টাকা এমন বড় সংখ্যা নয়।

প্রভাস
 এই ছবির ডাবিংয়ের জন্য ৩০ কোটি ও সম্মানী বাবদ ৭০ কোটি , মোট ১০০ কোটি রুপি নেবেন নায়ক প্রভাস। আর এর জন্যই রেকর্ড ভেঙ্গে শীর্ষ স্থানে চলে গেলেন প্রভাস।

 কারণ এর আগে সবচেয়ে বেশি পারিশ্রমিক ৭০ কোটি রুপি নিয়েছিলেন রজনীকান্ত।‘বাহুবলী’র পর প্রভাসের ‘সাহো’ ছবির বাজেট ছিল ৩৫০ কোটি রুপি। এর আগে নায়ক প্রভাসের বাহুবলী  উল্টেপাল্টে দিয়েছিল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসকে। সর্বকালে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি এটি।


No comments

Powered by Blogger.