যুবককে হত্যা করে মুঠোফোন নিয়ে গেল দুজন লোক
যুবক হত্যা |
শুক্রবার রাত নয়টাই বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরে ঢুকে শ্বাসরোধে যুবককে হত্যা করে মুঠোফোন নিয়ে গেছে দুজন লোক।
নিহত ওই যুবক এর নাম শিপন হোসেন।বয়স ৩৫।তিনি আতাইল গ্রামের দিলবর হোসেনের ছেলে।তাঁর ফুপু আম্বিয়া বেগম একই গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী।স্বামীর মৃত্যুর পর থেকেই শিপন আম্বিয়ার বাড়িতে থাকতেন।তিনি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন ।
No comments